ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উত্তর আয়ারল্যান্ড ও রাষ্ট্রীয় সহায়তার বিষয়ে চুক্তিগুলি সংশোধন করতে চেয়েছিলেন বলে দাবি করা একটি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের জবাবে বার্নিয়ার ফ্রান্স ইন্টার রেডিওকে বলেছেন,” স্বাক্ষরিত প্রত্যেকটিতে অবশ্যই সম্মান করা উচিত।”
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসার আগে ব্রেক্সিট শর্তাবলীতে যে সম্মতি জানিয়েছিলেন, সেই শর্তাবলীর প্রতি সম্মান দেখাতে হবে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক মিশেল বার্নিয়ার।
চুক্তির মূল অংশগুলো এড়িয়ে যাওয়ার জন্য ব্রিটেন সংসদে তুলে আইন করতে পারে বলেও শঙ্কা জানান বার্নিয়ার। তিনি এই সপ্তাহে ভবিষ্যত বাণিজ্য চুক্তি নিয়ে অষ্টম দফায় আলোচনার সময় ডেভিড ফ্রস্টের সাথে এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন উত্তর আয়ারল্যান্ড ও রাষ্ট্রীয় সহায়তার বিষয়ে চুক্তিগুলি সংশোধন করতে চেয়েছিলেন। ইন্টার রেডিওর এমন প্রশ্নের জবাবে বার্নিয়ার বলেছেন, ব্রেক্সিট নিয়ে ইইউ এবং ব্রিটেনের যে স্বাক্ষর হয়েছে সেই চুক্তির প্রতি অবশ্যই সম্মান করা উচিত।