ভারতের কেরালের তিরুঅনন্তপুরমে করোনা থেকে মুক্ত হয়ে তার নেগেটিভের সনদ আনতে গিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতেই ধর্ষিত হলেন এক নারী। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এই অভিযোগ করে নির্যাতিতা নারী।
জানা যায়, কেরালার সেই হাসপাতালের জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপের বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ আনে নারী। এই অভিযোগ সামনে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছে কেরালের স্বাস্থ্য দফতর। প্রদীপকে বরখাস্তের করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।
আরও পড়ুন…
- বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!
- ২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি
- কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি
সম্প্রতি নির্যাতিতা ওই মহিলার অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সেই সংক্রান্ত সনদ নিতে ওই নারীকে নিজেই বাড়িতে ডেকেছিলেন অভিযুক্ত। ওই নারী বাড়িতে গেলে তার হাত-পা-মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় মহিলা কমিশনও। ওই নারীর শারীরিক পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে।