চীনের কাছে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা। চিঠিতে সরাসরিই বেইজিংয়ের বিরুদ্ধে ‘জাতিগত’ নিধনের অভিযোগ তোলা হয়েছে।
আর সেখানে চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে ১৩০ জন ব্রিটিশ এমপি।
এ নিয়ে মঙ্গলবার ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন ওই এমপিরা। চিঠিতে বলা হয়েছে, অবশ্যই জাতিগত নির্মূলের উদ্দেশে উইঘুর মুসলিমদের প্রতি নির্যাতন চালিয়েছে চীন। দেশটির সরকার পরিকল্পিতভাবেই এই ধরনের নির্যাতন চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।