যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবারই ইরানকে হুঁশিয়ারি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরানের যেকোন হামলা মোকাবেলায় এক হাজার গুণ বেশি মাত্রার জবাব দেওয়া হবে। ট্রাম্পের এমন বার্তার পরই মঙ্গলবার হুঁশিয়ারি দিল ইরানও।
ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই টেলিভিশন সংবাদসম্মেলনে বলেন, আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো কৌশলগত ভুল না করবে না।
আর যদি নিশ্চিতভাবে কোনো কৌশলগত ভুল করে তাহলে তারা ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়ার সাক্ষী হবে।
হঠাৎ করেই আবারো ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইত্তেজনা বাড়ছে। এর আগে ২০১৮ সালের মে মাসে একতরফাভাবে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প।
আসার পর থেকে ওয়াশিংটন এবং তেহরানের সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর ওয়াশিংটন ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা চাপাতে থাকে। এরপর সোলেইমানি হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।