সাম্প্রতিক শিরোনাম

ফের রাজনীতিতে সক্রিয় নওয়াজ শরীফ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দীর্ঘ বিরতির পর ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন।

ইমরান খান সরকারবিরোধী বিক্ষোভ শুরুর জন্য রবিবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর আমন্ত্রণে বিরোধী দলগুলোর ডাকা সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন তিনি।

চিকিৎসার জন্য লাহোর হাইকোর্ট দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়ার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান ৭০ বছর বয়সী নওয়াজ শরীফ গত বছরের নভেম্বর লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

২০১৮ সালের ৬ জুলাই অ্যাভেনফিল্ড প্রোপার্টিজ মামলায় অভিযুক্ত হন দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা মুহাম্মদ সাফদার।

২০১৭ সালে ক্ষমতাচ্যুত হওয়া নওয়াজকে ২০১৮ সালের ডিসেম্বরে আল-আজিজিয়া স্টিল মিল মামলায় সাত বছরের কারাদণ্ড দেয় আদালত।

তবে তাকে দুটি মামলা থেকেই জামিন এবং চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি দেয় আদালত।

নওয়াজের আইনজীবির দেয়া তথ্য অনুযায়ী তাকে দেশে ফিরে আসার জন্য আট সপ্তাহ সময় দেয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি দেশে ফিরতে ব্যর্থ হন। 

গত শুক্রবার পিপিরি চেয়ার বিলওয়াল ভুট্টো জারদানি ফোনে নওয়াজ শরীফের সঙ্গে কথা বলেন এবং তাকে বিরোধী দশগুলোর নেতৃত্বাধীন সর্বদলীয় সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

ইমরান সরকারে ক্ষমতা থকে হটাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রবিবার সম্মেলনেটি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...