নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্টের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি তবুও তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের জানান, নোবেল শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ।
গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান।
পেস্কভ আরো বলেন, যদি পুতিনকে পুরষ্কৃত করা হয় তাহলে তো খুবই ভালো। যদি না দেয়া হয়, তাহলেও এটি বড় কোনো সমস্যা নয়।
পুতিনের আগে এ বছর নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।