রুশ কর্তৃপক্ষ জানায়, মধ্য রাশিয়ার টিভা অঞ্চলে সামরিক মহড়া চালাকালীন একটি যুদ্ধবিমান থেকে গুলি ছুঁড়লে মুহুর্তেই আগুন ধরে যায় সু-৩০ বিমানে। এসময় দ্রুত বের হয়ে যান দুই পাইলট।
ড্রোন ক্যামেরার ভিডিও দেখা যায়, বিধ্বস্ত বিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ২০১২ সালে যুদ্ধ বিমানটি কিনতে খরচ হয় ৫ কোটি মার্কিন ডলার।
নিজেদের ভুলবশত ছোঁড়া গুলিতে অত্যাধুনিক সু-৩০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করলো রাশিয়া। এতে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। যদিও অল্পের জন্য বেঁচে গেলেন দুই পাইলট।
এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মহড়া বন্ধ করে দেয়া হয়। এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।