সাম্প্রতিক শিরোনাম

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে পুনর্গঠিত করার লক্ষ্যে কাসেম সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) পুনর্গঠিত করার লক্ষ্যে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করেছে আমেরিকা।

তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এরইমধ্যে দায়েশকে আবার সংগঠিত করার কাজ শুরু করেছে আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার অজুহাত দাঁড় করানো যায়।

মার্কিন সন্ত্রাসী সেনারা গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানি ও আবু মাহদিকে হত্যা করে।

জেনারেল সোলায়মানি ইরাক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাগদাদ সফরে গিয়েছিলেন এবং আবু মাহদি তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে এসেছিলেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণের অন্যত্র লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের অযাচিত হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, প্যারিস চায় লেবাননের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তি দৃশ্যপট থেকে সরে দাঁড়াক এবং সংখ্যালঘুরা ক্ষমতা গ্রহণ করুক।

হিজবুল্লাহর মহাসচিব তার ভাষণে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সম্পর্ক স্থাপনের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ওই দুই দেশের শাসকগোষ্ঠী এ ন্যক্কারজনক কাজ করলেও তাদের জনগণ ইসরাইলের প্রতি তীব্র ঘৃণা পোষণ করেন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি তিউনিশিয়া ও আলজেরিয়ার প্রশংসা করে বলেন, যারা এরইমধ্যে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা অচিরেই তাদের ভুল বুঝতে পারবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...