কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ দেশটির নতুন যুবরাজের নাম ঘোষণা করেছেন।
বুধবার বর্তমানে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মিসাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র নাম ঘোষণা করেছেন।
পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে যুবরাজ হিসেবে শেখ মিসালের নিয়োগ চূড়ান্ত হবে। তবে আল-সাবাহ পরিবারের আর্শীবাদপুষ্ট পার্লামেন্ট সহজেই তা অনুমোদন করবে বলে ধরে নেওয়া হচ্ছে।
নতুন যুবরাজ হিসেবে শেখ মিসালের প্রতি নিজেদের সমর্থন আছে জানিয়ে কুয়েতের শাসক আল-সাবাহ পরিবারের দু’জন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজেদের অবস্থান ঘোষণা করে বার্তা দিয়েছেন।
কুয়েতের সবশেষ আমির ও ভাই শেখ সাবাহ আল-আহমাদের মৃত্যুর পর গত সপ্তাহে দেশটির নতুন আমির হিসেবে ক্ষমতায় আরোহণ করেন শেখ নওয়াফ। তার বয়স এখন ৮৩ বছর।
১৯৪০ সালে জন্ম নেয়া শেখ মিসাল সদ্য প্রয়াত আমিরের ছোট ভাই। ২০০৪ সাল থেকে তিনি দেশটির ন্যাশনাল গার্ডে সহকারী প্রধান হিসেবে রয়েছে। এ ছাড়াও নিরাপত্তা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তিনি।