গত সপ্তাহে বাংলাদেশ জার্মানিকে রোহিঙ্গা প্রত্যাবর্তন এর ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা রাখবার জন্য আহবান জানায় । এর প্রেক্ষিতে জার্মানি জানিয়েছে রোহিঙ্গাদের বার্মায় না ফেরানো পর্যন্ত বার্মার সাথে কোন রকমের উন্নয়ন সহযোগিতার সম্পর্ক জার্মানি রাখবে না ।
যে সব ইউরোপের এবং আমেরিকার দেশগুলি নিয়ে এদেশের মানুষের সব সময় চুলকানি দেখা যায় রোহিঙ্গা ইস্যুতে মূলত তারাই সব থেকে বড় ভূমিকা রাখছে ।
অন্যদিকে মুসলিম ভাই ভাই বলে বেড়ানো পাবলিকের কথায় কোন মুসলিম দেশ এগিয়ে আসেনি । সৌদি চুপ । পাকিস্তান উলটা বার্মার সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে । JF-17 যূদ্ধবিমান দিয়েছে তাদের । বার্মার নিকৃষ্ট মুসলিম হত্যাকারী সেনাদের সাবমেরিন চালানোর প্রশিক্ষণ দিয়েছে । অন্যদিকে ভারত তাদের সাবমেরিন ISN SINDHUVIR এবং টর্পেডো দিয়ে বার্মাকে সাহায্য করছে ।
এই পরিস্থিতিতে কে কি বলল সেটা আমলে না নিয়ে আমাদের ইউরোপ আমেরিকার সাথেই সম্পর্ক শক্তিশালী করা দরকার । চীন, রাশিয়া আমাদের কোন কাজে আসেনি সেটা সবাই জানেন । চীন রাশিয়ার নীতি হল টাকা দিলে তারা বাংলাদেশকেও অস্ত্র দেবে আবার বার্মাকেও অস্ত্র দিবে ।
একমাত্র ইউরোপের বা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনলেই বার্মা সেই অস্ত্র সংগ্রহ করতে পারবে না ।