যিনি ‘অশিক্ষিত’ তাকে অাপনি বুঝাতে পারবেন। তিনি অাপনার পরামর্শ মানবেন। কিন্তু যিনি অল্পশিক্ষিত তিনি নিজেকে ‘একটা কিছু’ বা ‘হনু’ ভাবেন। অামাদের অাশেপাশে এরা সংখ্যাগরিষ্ঠ৷ মোট জনসংখ্যার মধ্যে এদের অবস্থান ভাল। ফলে এখানে বুঝিয়ে বা motivate করে কাজ সম্পাদন করা কঠিন ব্যাপার।
অামার মায়ের কাছে গল্প শুনেছি, তার বড় মামী কখনো বিশ্বাস করেননি, যে চাঁদে মানুষ যেতে পারে। ওনার কানের কাছে যখন কেউ নীল অার্মস্ট্রং নিয়ে গল্প করতেন- তিনি বলতেন, নাউযুবিল্লাহ। চাঁদে মানুষ গেছেন এমন কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। অামার মায়ের বড় মামী মারা গেছেন প্রায় চল্লিশ বছর অাগে। কিন্তু তার দার্শনিক ছায়া এখনো ঘুরে ঘুরে বাংলার মানুষের মনে মন্ত্রনা দিয়ে যায়। অামার মায়ের মামী হয়তো সশরীরে নেই, কিন্তু তার ‘বিশ্বাস’ এখনো বেঁচে অাছে। সেই বিশ্বাস যারা লালন করে, তারাই এখনো ‘করোনা’ নিয়ে হাসি ঠাট্টা করছেন।
যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে অামাদের পরিণতি ইটালী’র চেয়ে অনেক বেশী খারাপ হবে। অাগেই বলেছি, বসে বসে ফেসবুকিং করার, অন্যদের ইনবক্সে অাদা, থানকুনি পাতার মেসেজ পাঠানোর বাস্তবতা খুব বেশিদিন থাকবে না। একটু ধৈর্য্য ধরুন। সারাক্ষন অন্যের সমালোচনা করে লাভ নেই, সরকারের দোষ ত্রুটি সর্বক্ষন না খুঁজে সরকারকে ও দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসুন। মানষিকতা বদলান, এখন বদলাতে না পারলে আর কখনো পারবেন না। নিজে সতর্ক থাকুন। নিজে বাঁচুন, অন্যক বাঁচান, দেশকে বাঁচান।
মতামতঃ এস এম নূর উদ্দিন, অনলাইন এক্টিভিস্ট।