মিয়ানমারে আবারো নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা গ্রহণ এবং দেশটির শীর্ষ নেতাদের আটক রাখার ঘটনায় এ হুমকি দিয়েছেন জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট গতকাল স্থানীয় সময় সোমবার হুমকি দিয়ে আহ্বান জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীকে ক্ষমতা হ্রাসের দিকে ঠেলে দিতে সম্মিলিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া দরকার।
গণতান্ত্রিক সরকার হঠিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণের ঘটনা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে আটক রাখায় মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ নেতাদের নিন্দা করেছেন বাইডেন।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ক্ষমতা থেকে মিয়ানমার সেনাবাহিনীকে সরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কথা বলতে হবে।
সেনাবাহিনী যেসব নেতা ও অ্যাক্টিভিস্টদের আটক রেখেছে, তাদের ছেড়ে দিতে হবে।