মিয়ানমারের শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতাগ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক অভ্যুত্থানের পর সে দেশের অন্যতম শহর ইয়াঙ্গুনের রাস্তায় সামরিক বাহিনীর টহল দেওয়া গাড়ির আধিক্য দেখা গেছে।
স্থানীয় একজন অ্যাক্টিভিস্ট বলেছেন, সোমবার সকালে আমরা ঘুম থেকে উঠেই সামরিক বাহিনীর অভ্যুত্থানের খবর শুনি। এছাড়া আমার বেশ কিছু বন্ধুকে আটকের খবরও জানতে পারি।
নাম প্রকাশ না করার শর্তে এই অ্যাক্টিভিস্ট আরো বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বাইরে যেতেও পারছি না।
ডাটা না থাকার কারণে মোবাইলও ব্যবহার করতে পারছি না। এটাই এখন এখানকার অবস্থা। শহরজুড়ে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে।
রাজধানী নেই পি দো থেকে স্থানীয় সাংবাদিক কেপ ডায়ামন্ড জানান, তারা ফোনে কথা বলতে পারছেন না এবং ইন্টারনেট সংযোগ নেই।