আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় তুমুল সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান যোদ্ধা রয়েছে। শুক্রবার জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি এ কথা জানান।
এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় পাঁচ বিদ্রোহীসহ আরো ৯ জন আহত হয়েছেন।
স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েক শ তালেবান যোদ্ধা শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।
কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারান।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।