শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বন্ধ হচ্ছে বহু মাদরাসাও

বোরকা পরা নিষিদ্ধ করবে শ্রীলঙ্কা। সেই সঙ্গে এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বন্ধ করে দেবে দেশটির সরকার।

এমনটিই জানিয়েছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সরথ বিরাসেকেরা। শনিবার (১৩ মার্চ) তিনি এ কথা জানান।

শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি জাতীয় সুরক্ষা’র কথা চিন্তা করে বোরকা নিষিদ্ধ করার জন্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য শুক্রবার একটি কাগজে স্বাক্ষর করেছেন তিনি।

সরথ বিরাসেকেরা বলেন, আগে মুসলিম নারী ও মেয়েরা কখনও বোরকা পরতেন না। এটি ধর্মীয় উগ্রবাদের একটি চিহ্ন যা সম্প্রতি এসেছে।

আমরা অবশ্যই এটি নিষিদ্ধ করতে চলেছি। তিনি আরো বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদরাসা ইসলামিক স্কুল নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে।