সাম্প্রতিক শিরোনাম

মেক্সিকোতে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত

মেক্সিকোতে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুলিশ কর্মকর্তা এবং পাঁচজন আইনি তদন্তকারী।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ ঘটনার বিভৎস দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। 

ওইসব ছবিতে দেখা যায়, বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে পুলিশের গাড়ি, ট্রাক। রাস্তায় এবং গাড়িতে পুলিশ কর্মকর্তাদের দেহ ছড়িয় পড়ে থাকতেও দেখা গেছে।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারী। পুলিশ তখন ওই এলাকায় টহল দিচ্ছিল।

যে এলাকায় হামলাটি চালানো হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। 

মন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে এই হামলার জবাব দেওয়া হবে।

বন্দুকধারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী অভিযান শুরু করেছে। এ হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...