ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন এবং মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন। সে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু শহরে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে।
অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগে হাসপাতালগুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
হাসপাতালগুলোর তরফ থেকে বলা হচ্ছে, তাদের সামর্থ্যের মধ্যে যে পরিমাণ অক্সিজেন আছে, তা দিয়ে কাজ চালানোর চেষ্টা করে যাচ্ছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সঙ্কটে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জন হপ কিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বর্তমানে দৈনিক ২৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হিসেবে সে দেশে শনাক্ত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ।