উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দিয়েছে ইকুয়েডর। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছে। মেসেজ সংস্থা এপিকে উদ্ধৃত করে এই বার্তা দিয়েছে এবিসি নিউজ।
সুইডেনে দুই নারীকে যৌন উপদ্রবের অভিযোগে মামলার পর ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছায়া নেন অ্যাসাঞ্জ। অতঃপর থেকে উনি সেখানেই আছেন। কিন্তু ওই অভিযোগ অগ্রাহ্য করা করে আসছেন অ্যাসাঞ্জ।
তার আশঙ্কা, সুইডেনে গেলে দেশটির রাষ্ট্রশাসক বিভাগ তাকে যুক্তরাষ্ট্র রাষ্ট্রের নিকট তুলে দেবে। তারপর যুক্তরাষ্ট্র তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেবে।
এ অবস্থায় ইকুয়েডর দূতাবাস হতে বের হলে সুইডেন বা যুক্তরাষ্ট্র রাষ্ট্রের নিকট তুলে না দেওয়ার নিশ্চয়তা চান অ্যাসাঞ্জ। উইকিলিকসের পক্ষ থেকে কমপ্লেইন করা হয়েছে যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জকে বের করে দিতে চাপ দিচ্ছে।
সম্প্রতি অ্যাসাঞ্জের ‘বন্দিদশা’ অবসানের জন্য ইন্টারন্যাশনাল মধ্যস্থতা চায় ইকুয়েডর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপানিসো বলেন, আমাদের দূতাবাস থেকে বের হলে গ্রেফতার থেকে পারেন- এ ভয়ে সাড়ে পাঁচ বছর ধরে অ্যাসাঞ্জের এরূপ মানবেতর সিচুয়েশন ‘সমর্থনযোগ্য’ নয়। আন্তর্জাতিক মধ্যস্থতায় এর সমাপন হওয়া উচিত। ইকুয়েডর অধুনা তৃতীয় কোনো রাষ্ট্রের অনুসন্ধান করছে, যারা অ্যাসাঞ্জ ইস্যুটি নিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সাহায্য করবে। আন্তর্জাতিক ও যুক্তরাজ্যের সহায়তা ছাড়া এই ব্যাপারে কোনো সমাধান আসবে না বলেও মন্তব্য করেন তিনি।