সাম্প্রতিক শিরোনাম

করোনায় প্রভাব দেশের অর্থনীতির বেশি ক্ষতি করতে পারবে না: বাণিজ্যমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দেশের অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। তবে দুশ্চিন্তার কিছু নেই। বাণিজ্য স্বাভাবিক রাখতে আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। করোনার কারণে আমাদের অর্থনীতির খুব একটা ক্ষতি হবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন।

টিপু মুনশি বলেন, মার্চের মাঝামাঝি থেকে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করবে। পাশাপাশি আমাদের দেশি পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। তাই চলতি মাসের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক লোক। জন্মহারও ভালো। পৃথিবীর অনেক দেশের গ্রোথ রেট জিরো। এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা টেকনিক্যাল এডুকেশন দিয়ে বিদেশে পাঠাই তাহলে তাদের সমস্যার সমাধান হয়। আর আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তাই অধিক জনসংখ্যা আমাদের জন্য বোঝা নয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল অলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ জামাল আহমেদ।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...