সাম্প্রতিক শিরোনাম

করোনা প্রতিরোধে জোরালো পদক্ষেপের বিকল্প নেই

করোনা ভাইরাস, এ যেনো বর্তমানের এক মহামারী রোগের নাম। বর্তমানে প্রায় ১৪৫ টি দেশ এ
ভাইরাস দ্বারা আক্রান্ত। দিন দিন এ ভাইরাসের দ্বারা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এর ব্যতিক্রম নয় আমাদের দেশও। কিছুদিন আগেই বাংলাদেশে প্রথম ৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। আবার নতুন করে ২ জন আক্রান্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে করোনা সন্দেহে অনেক জনকেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে কি তথ্য অনুযায়ী তারাই করোনায় আক্রান্ত বা কোয়ারেন্টাইনে আছে নাকি আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরো বেশি? এ প্রশ্নের উত্তর না হয় অজানাই থেকে যাক। কেননা কেঁচো খুঁড়তে গেলে অনেক সময় সাপও বের হয়ে আসতে পারে।

HIV এর মতো করোনা ভাইরাসেরও প্রতিষেধক আবিস্কার হয় নি। যদিও বিভিন্ন অনলাইনভিত্তিক নিউজ মাধ্যমে করোনো ভাইরাসের প্রতিষেধক আবিস্কার হয়েছে বলে জানা যায়। তবে এই প্রতিষেধক বা এর কার্যকারিতা এখনও মানুষের সামনে ফুটে উঠছে না বা এই আবিস্কারের খবরও অনেকটাই প্রশ্নবিদ্ধ। তবে HIV এর মতো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হবে না এমনও কিন্তু নয়। চিকিৎসকদের মতে, এ ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি।

করোনা ভাইরাস মহামারী হওয়ার অন্যতম কারণ হল এই ভাইরাস সহজেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে। ধরুন, আপনি করোনায় আক্রান্ত ব্যক্তির সাথে মুসাফাহ (নিজের হাতের এক দিক অপরের হাতের আরেক দিকের সাথে মিলানো) করলেন। তখন আক্রান্ত ব্যক্তির ভাইরাস আপনার হাতে অবস্থান করবে এবং এটি যদি কোনো ভাবে আপনার দেহে প্রবেশ করে তবে আপনি এ ভাইরাসের দ্বারা আক্রান্ত হবেন । হাঁচি – কাশির মাধ্যমেও আক্রান্ত হয়। অর্থাৎ, অতি সহজেই এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হবেন।

করোনা মোকাবিলায় আমাদের দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে কোনো পরিকল্পনাও চোখে পড়ছে না। অথচ দিনের বেশ খানিকটা সময়ই শিক্ষার্থীরা তাদের সহপাঠীসহ জনকোলাহলপূর্ণ স্থানেই অবস্থান করে। বাস, ট্রেন ও লেগুনা থেকে শুরু করে বিভিন্ন গণপরিবহনে গাদাগাদি করে শিক্ষার্থীরা যাওয়া-আসা করছে। দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেও বিকল্প কোনো পরিবহনের ব্যবস্থা নেই।চিকিৎসাকেন্দ্রগুলোতেও করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই।

তাই উক্ত বিষয় বিবেচনা করলে বলা যায়, প্রাথমিক অবস্থাতেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশে অচিরেই তা মহামারী হয়ে উঠবে। তখন হাজারো উক্তি, বাণী ও প্রশাসন দিয়েও তা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। ইতালি দেশটি তার অন্যতম উদাহরণ হতে পারে। তাই সুস্থ থাকা অবস্থায় এর কদর করা উচিত, অসুস্থ হলে নয়।

মতামতঃ রাজেক হাসান, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...