সৌদিতে ১৮ ঘন্টায় ৭০ জন আক্রান্ত, মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৪৪ জনে

সৌদি আরবে সরকার সতর্ক থাকা সত্বেও আজ ১৮ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৭০ জন। সব মিলিয়ে সৌদিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৪ জনে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এক টুইটে এই তথ্যটি নিশ্চিত করেছে।

এছাড়াও সৌদি আরবের সড়ক ও পরিবহন মন্ত্রনালয় আগামিকাল থেকে বাস ও টেক্সি চলাচল বন্ধ ঘোষনা করে। তবে ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছে সাম্প্রতিকের রিয়াদ প্রতিনিধি।