সাম্প্রতিক একটি মেডিকেল জার্নালে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে। যেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার দেহে COVID-19 এর সংক্রমণ শুরু হয়েছে কিনা!
করোনা আক্রান্ত হলে প্রথমে শরীরে প্রধান যে তিনটি লক্ষণ দেখা দেবে তা হলো-
১. আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে।
২. হঠাৎ করেই খুব জ্বর আসবে। আর সেই জ্বর চট করে নামতে চাইবে না।
৩. জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।
এর সঙ্গে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন- মাথাব্যথা, পেশীতে ব্যথা, অস্থির লাগা ইত্যাদি।
এই লক্ষণগুলো প্রকাশ পেলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রথমত, আপনার দেহে করোনা থাবা বসালে প্রথম পাঁচদিন আপনার কাশির সঙ্গে শুকনো কফ থাকবে। দ্বিতীয়ত, হঠাৎ করেই খুব জ্বর আসবে। সেই জ্বর চট করে নামতে চাইবে না। তৃতীয়ত, জ্বরের সঙ্গে শুরু হবে শ্বাসকষ্ট। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে ফুসফুসে। ফুসফুস ফুলে ওঠা থেকে নানারকম সমস্যা দেখা দেবে শরীরে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা এবং সর্দি থাকবে।
এখন আসুন ব্যাখা দেই।
১.আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই। আপনার করোনা হয় নাই।
২. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে কিন্তু শুকনো কফ হয়নি মানে আপনার করোনা হয়নি।
৩. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়নি তারমানে আপনার করোনা হয়নি।
৪. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নেমে গেছে তারমানে আপনার করোনা হয়নি।
৫.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়নি তারমানে আপনার করোনা হয়নি।
৬.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়েছে তারমানে আপনার করোনা হয়েছে।
আপনার এই রোগের উপসর্গগুলো অবশ্যই নাই। তার মানে আপনার করোনা হয়নি কিন্তু হয়নি মানে যে করোনা হবে না তার কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারেন না। তাই হাত ধৌত করুন, সুস্থ থাকার সব ধরনের চেস্টা করুন। যেন করোনাভাইরাস আপনার শরীরে প্রবেশ করলেও আপনার শরীরের এন্টিবডিগুলো সেই ভাইরাসগুলো মেরে ফেলতে পারে।
বাড়িতে থাকুন। করোনাকে ধ্বংস করুন।