একুশ শতকের ভয়াবহ মহামারী করোনা বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আর পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে মৃত্যুও। সারা পৃথিবীতে শুধু মাত্র এক দিনেই করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। এর বেশির ভাগটাই ইতালি ও স্পেনে। সব মিলিয়ে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বিশ্ব জুড়ে ২৭ হাজার ৪৪১ জন। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লক্ষ ১ হাজার ৫৩৬ জব মানুষ। শুধুমাত্র শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ।
শুরুর দিকে বিশেষ গুরুত্ব না দিলেও, এখন করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠেছে আমেরিকায়। শুক্রবার পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যাটা সেখানে ৮৫ হাজার ছিল। রাতারাতি সেই সংখ্যাটা বেড়ে এখন গিয়ে ১ লক্ষ ৪ হাজারে। এক দিনে ১৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ওই রোগে। সেখানে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। এর মধ্যে শুধু মাত্র নিউইয়র্কেই মারা গেছে ৪৫০ জন। মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে আছে ইতালি। সেখানে ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সেখানে সংক্রমণের তীব্রতায় কিছুটা কমে এসেছে।