করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও আইন মন্ত্রণালয়ের অধীনস্থ নিবন্ধন অধিদপ্তর গত এক মাসে ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করেছে। গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে সাব-রেজিস্ট্রি অফিসে দুই লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রির মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।
দেশের করোনার এই সময়ে-অর্থাৎ সাধারণ ছুটি-পরবর্তীকালে স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দুই লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রি এবং ৫২৯ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করা হয়েছে।
এ সময়ের মধ্যে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন ও একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। এ পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড সচলে ভূমিকা রাখছেন।
আইন মন্ত্রণালয়ে অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের পাঠানো একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন পাঠানো হয়।