জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ফিলিপাইনের সুলু প্রদেশ দ্বারা মুনতাহা মিহীর - August 24, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber বিস্ফোরণে কেঁপে উঠল ফিলিপাইনের সুলু প্রদেশ। এতে অন্তত ৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টা নাগাদ ওই প্রদেশের জোলো শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটির সামরিক ও পুলিশ বাহিনী।