তুরস্কে খাশোগি হত্যায় বিচার শুরু ২০ সৌদির

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হত্যা মামলায় তুরস্কে ২০ জন সৌদি নাগরিকের বিচার তাদের অনুপস্থিতিতে শুরু হয়েছে। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালের অক্টোবরে খাশোগি খুন হন। আসামিদের মধ্যে দুই জন আছেন যারা এক সময় সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শীর্ষ সহকারী ছিলেন।

ইস্তাম্বুলে মামলায় তুর্কি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, সৌদি গোয়েন্দা বিভাগের উপপ্রধান এবং রাজদরবারের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৌদ আল কাহতানি খাশোগি হত্যার পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন এবং একটি সৌদি খুনি দলকে নির্দেশনা দিয়েছেন। বাকিদের বিরুদ্ধে খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে। খাশোগির মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।

খাশোগি সৌদি যুবরাজের কঠোর সমালোচক ছিলেন। এই হত্যাকাণ্ড নিয়ে সৌদি সরকারও আলাদা একটি বিচারকার্য পরিচালনা করছে। তবে অসম্পূর্ণ হওয়ায় এর অনেক সমালোচনা হয়েছে।