সৌদিতে কারফিউ জারির প্রথম দিন, ফাঁকা রিয়াদ শহর (ছবিঘর)

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাদশাহ সালমান সৌদিতে সন্ধা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ২১ দিন কারফিউ জারি করেন।

কারফিউর অংশ হিসেবে রাস্তায় কোনো যানবাহনের চিত্র চোখে পড়েনি।

সৌদি আর্মড ফোর্সেস এর পরিবহন গাড়ি ব্যতিত দেখা যায়নি অন্য কোনো যানবাহন।

আইন ভঙ্গ করলে সর্বনিম্ন ১০,০০০/= রিয়েল জরিমানার বিধান রাখায় সবাই সচেতনতার সাথেই অনুসরন করছে নির্দেশনা।

সৌদি মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬২ জন। যার মাঝে ৪২ জন সুস্থ হয়েছে বলে জানা যায়।

সৌদিতে করোনা মোকাবিলায় কৃত প্রস্তুতিতে সন্তুষ্ট সে দেশের সাধারন জনগন।