১৮ বছরের কমবয়সের অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের মৃত্যুদন্ডের সাজা দেয়ার প্রথা তুলে নিচ্ছে সৌদি আরব! অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের অপরাধ গুরুত্বর হলেও তাদেরকে মৃত্যুদন্ড দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
এই সিদ্ধান্তের ফলে কেউ যদি মৃত্যুদন্ড পাবার মতো কোন অপরাধও করে থাকে, কিন্তু যদি অপরাধ করার সময় তার বয়স ১৮ বছরের চাইতে কম হয়ে থাকে, তবে সে মৃত্যুদন্ড থেকে রেহাই পাবে, এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড লাভ করবে।
এই যুগোপযোগী সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে সৌদি আরবে পবিত্র মসজিদদ্বয়ের জিম্মাদার রাজা সালমান ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান এর সিদ্ধান্তের ফলে। সৌদি আরবের মানবাধিকার কমিশন এর প্রেসিডেন্ট ড. আলআওয়াদ গণমাধ্যমকে জানান, ” আজ সৌদি আরবের জন্য একটি আনন্দের দিন। এই সিদ্ধান্ত আমাদেরকে একটি আধুনিক আইন ও বিচার ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে, এবং প্রিন্স সালমান এর ভিশন ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে।
সম্প্রতি সৌদি আরবে অপরাধের শাস্তি হিসেবে চাবুক মারার প্রথা বিলুপ্ত করা হয়েছে, এবং এখন অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদন্ড উঠিয়ে নেয়ার মাধ্যমে দিন দিন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে সৌদি আরবের আইন ও বিচার ব্যবস্থা।