অমুসলিম দেশে বসবাসরত মুসলিমদের প্রতি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ‘দি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সেক্রেটারি জেনারেল ড. ইউসুফ বিন আহমদ আল উসাইমিন। তিনি তাদের স্থানীয় আইন মান্য করে শান্তিপূর্ণভাবে ও বৈধ উপায়ে যেকোনো সমস্যার সমাধানের পরামর্শও দেন।
এক বিবৃতিতে ড. উসাইমিন মুসলিম উম্মাহকে বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নে অংশগ্রহণ ও আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এবং অন্যদের ওপর নিজের বিশ্বাস ও মতবাদ চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।