অনলাইন ডেস্ক :
অস্ত্রের জন্য তহবিলের টাকা সম্পূর্ণ করোনা মহামারীর গবেষণায় ব্যয় করার জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আহবান জানিয়েছেন খ্রিস্টান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।
গত ৩০ শে মে শনিবার ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় এ আহবান জানান তিনি। এ প্রার্থনা সভায় অংশ নেয়াদের মাঝে ক্ষতিগ্রস্থদের অনেকেই ছিলেন বলে তথ্যসূত্র নিশ্চিত করেছে রয়টার্স। তবে ভ্যাটিকানের উদ্যানে অনুষ্ঠিত এ প্রার্থনাসভায় প্রায় কয়েক হাজারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীরা যুক্ত হন। র সভায় করোনা থেকে সুস্থ হওয়া বহু মানুষ এতে অংশ নেয়। এতে ইতালির চিকিৎসক, নার্স, পুলিশ, এ্যাম্বুলেন্স চালকসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
প্রার্থনা সমাপ্তির পরে এক বক্তৃতায় তিনি প্রতিটি দেশের জাতীয় নেতাদের দূরদর্শী মনোভাব গ্রহণ করা উচিত। এমন পরিস্থিতিতে তিনি অভাবগ্রস্থদের পাশে দাড়াবার আহবান জানান। এসময়ে তিনি টিকা উদ্ভাবনের জন্য আরও বেশি অর্থ সহযোগিতা কামনা করেন। এবং এই টিকা আবিষ্কার এর পরে তা যেন বিশ্বের সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার আহবানও জানান তিনি।