অনলাইন ডেস্ক :
করোনা মহামারীর কারণে বিশ্বমন্দার মূখে এখন বিশ্ব। চলতি বছর হতে সারাবিশ্বই স্থবির হয়ে পড়েছে। আর এর প্রভাব পড়েছিল তেলের বাজারে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে শূন্য ডলারের নীচে নেমে আসে। ইতিহাসে এই ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।
ইতিহাসের ভয়াবহ দরপতনের পরে মে মাসে ঘুরে দাড়িয়েছে তেলের দাম। মে মাসে গত মাসের তুলনায় প্রায় ৮৮% শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুড অয়েলের দাম। বিভিন্ন মার্কিন গণমাধ্যম থেকে এ তথ্য পাওয়া যায়।
তবে এ মাসে তেলের দাম বাড়লেও বিশ্লেষকরা এখনই আশাবাদী হতে পারছেন না, তারা মনে করছেন দাম আবারও কমতে পারে।