আলোচনার পর আফগানিস্তানের বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আর এই অন্তর্বর্তী সরকারে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি। আল আরাবিয়া টিভি চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস।
কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জালালি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। টিভি চ্যানেল জানিয়েছে, তিনি আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির বিমানটি কাবুল থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
জালালি ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। সূত্র বলছে, তালেবানের এই নেতা রবিবার সকালে আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।