আমিরাত ও ইসরায়েলে পর্যটকের সংখ্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শুরুতেই ১২ লাখের বেশি পর্যটক দুই দেশে পর্যটন ও বাণিজ্যিক কাজে যেতে পারেন। আমিরাতের সেঞ্চুরি ফিন্যান্সিয়াল-এর প্রধান বেল কৃষেণ মনে করেন, ইসরায়েল থেকে পাঁচ লাখের বেশি পর্যটক আমিরাতে যাবেন।
অন্যদিকে আমিরাত থেকে সাড়ে সাত লাখের বেশি পর্যটক ইসরায়েলে যেতে পারেন বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, দুই দেশই বেশ সম্পদশালী। উভয়েরই বেশ কিছু পর্যটনকেন্দ্র রয়েছে।
পুরাকীর্তির জন্য ইসরায়েল বেশ বিখ্যাত। নতুুন করে সম্পর্ক তৈরি হওয়ার জেরে উভয় দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।