যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনো ভয়াবহ বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. এ্যান্থনি ফাউচি। করোনার চরিত্র বারবার বদলে যাওয়ায় এটা আরও বেশি ভয়ানক অবস্থার ইংগিত দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য জানান। যুক্তরাষ্ট্রের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের অবদানের প্রশংসা করে আরও জোরদার ভূমিকা রাখার জন্য আহবান জানালেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেওকে তিনি করোনা মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের অগ্রগতির প্রশংসা করেন।
অথচ বৃহস্পতিবার দেশটিতে একদিনে ৪০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়৷ আমেরিকায় প্রায় ২৪ লাখ মানুষের আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।