পৃথিবীর একক আধিপত্য আমেরিকা এবং ইউরোপের। আর এই আধিপত্যের দিন শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বে পশ্চিমাদের একক আধিপত্যের বিরুদ্ধে পুতিন এবার সরব হয়েছেন। পুতিন সেথায় বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের (পশ্চিমাদের) শোষণ অবিচারের বিরুদ্ধে পুতিনের নেতৃত্বে সব দেশ এক হচ্ছে এবং পশ্চিমাদের একক আধিপত্যের দিন শেষ হবার পথে।
রুশ প্রেসিডেন্ট গোটা পৃথিবীকে এই শোষণ অবিচারের বিরুদ্ধে তার হাতে হাত রেখে চলতে সক্ষম হবে বলেও আশা রাখেন। এই বাস্তবতা উপলব্ধিকে বিশেষ করে এশিয়ায় সব দেশকেই করতে হবে। পৃথিবীকে এখন একক আধিপত্যবাদের হাত থেকে বাঁচানোই এখন তার লক্ষ্য বলেও জানান।