সৌদি আর’বের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ইবনে ফারহান সম্প্রতি এক ঘোষনায় জানিয়েছেন, সৌদি আ’রবে ই’জরায়েলি নাগরিকরা প্রবেশ করতে পারবে না। সম্প্রতি একটি গু’জব শোনা যাচ্ছিলো যে বিশেষ পরিস্থিতির কারণে ই’জরায়েলি নাগরিকেরা সৌদি আর’বে প্রবেশ করতে পারবেন, এই গু’জবকে নাকচ করেই তিনি একথা বলেন।
ই’জরায়েলি নাগরিকেরা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না! সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানান, “আমাদের নীতি অটল রয়েছে।
ই’জরায়েল এর সাথে আমাদের কোনপ্রকার সম্পর্ক নেই, কাজেই ই’জরায়েলি পাসপোর্টধারীরা কোন অবস্থাতেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।”
উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে ই’জরায়েল এর একজন মন্ত্রী বক্তব্য দেন যে সৌদি আ’রব এর দেয়া অনুমতি সাপেক্ষে ইজ’রায়েলি নাগরিকেরা ধর্ম সংক্রান্ত বা ব্যবসার কাছে সৌদি আ’রবে যেতে পারবে। এই বক্তব্যেরই প্রতিবাদ করে সৌদি আরবের অবস্থান ব্যক্ত করেন প্রিন্স ফয়সাল ইবনে ফারহান।