বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
ইতালিতে নতুন করে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে।
পাঁচদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে সেখানে। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
বুধবার ইতালিতে আক্রান্ত হয়েছিল ৬৪২ জন, বৃহস্পতিবার ৮৪৫ জন, শুক্রবার ৯৪৭ জন ও শনিবার ১ হাজার ৭১ জন। আর রবিবার আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
বুধবার যা আক্রান্ত হয়েছিল তার দ্বিগুণ আক্রান্ত হয়েছে রবিবার।
স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেঞ্জা মনে করছেন বর্তমান পরিস্থিতি ফেব্রুয়ারি-মার্চের মতো নয়।