সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮৩ বছর বয়সি এই ‘মিডিয়া টাইকুন’ গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন।
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনির ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না।
তিনি কিছু দিনের জন্য সার্ডিনিয়ায় ছিলেন। সেখানে ছুটি কাটাচ্ছিলেন। বাড়িতে ফিরে আসার পর কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, করোনার এই সংকটে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ভিড় করেছিলেন ভূমধ্যসাগরীয় এই দ্বীপে।
আগস্টে সার্ডিনিয়ায় কোভিডের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর তাই কোভিড টেস্ট করিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করেন এই মিডিয়া টাইকুন।
মিলানের কাছে আর্কোরের বাড়িতে বসেই তিনি যাবতীয় কাজকর্ম করছেন। চলতি সেপ্টেম্বরেই সেখানে স্থানীয় নির্বাচন রয়েছে। ফোরজা ইতালি পার্টির প্রার্থীদের সমর্থন করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।