বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল সংঘর্ষে জড়িয়েছে ককেশাস অঞ্চলের দুই ক্ষুদ্র দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। আজ ২৯ সেপ্টেম্বর, দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ১০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আর্মেনিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার স্থানীয় সময় সকালে রাজধানী স্তেপানা কের্তসহ বেশ কিছু এলাকায় হামলা হয়। এর প্রেক্ষিতে মার্শাল ল জারি করে দেশটির সরকার পুরো দেশে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেয়
অপরদিকে নাগোরনো-কারাবাখ অঞ্চলকে ফের নিজেদের নিয়ন্ত্রণে আনার ব্যাপার নিজের আশাবাদ প্রকাশ করেছেন আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
আরও পড়ুন…
- পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী
- ২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক
- ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন
এ সংঘর্ষে আরো শতাধিক মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে আর্মেনিয়ার পক্ষেই মারা গেছেন অনেক জন। এদের মধ্যে আর্মেনিয়ার ২৪ জন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলে তাদের বরাতে জানিয়েছে আল জাজিরা। বাকি দুইজনের মধ্যে একজন নারী ও অপরজন শিশু।
পক্ষান্তরে আজারবাইজানেরো মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের সকলেই একই পরিবারের সদস্য। তারা আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি পেলেও এটি নিয়ন্ত্রণ করে আর্মেনিয় নৃগোষ্ঠী। এ অঞ্চল নিয়ে ৪০ বছর ধরে দুই দেশের বিরোধ চলছে। গত কয়েক মাসে বেশ কয়েকবার সংঘাতে জড়িয়ে পড়েছে তারা।
এদিকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর যুদ্ধবিরতি ও পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে আর্মেনিয়ার বন্ধু দেশ রাশিয়া। তবে এতে কোনো পক্ষই এখনো পর্যন্ত কর্ণপাত করেনি। উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করছে।