একযোগে ইরাকের ৮০ স্থানে বিমান হা’মলা চালাল তুরস্ক। ২০১৫ থেকে চলে আসা সং’ঘাতের ধারাবাহিকতায় আবারো ইরাকের পিকেকে আ’স্তানায় হাম’লা চালালো তুরস্ক। এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কু’র্দি ল’ক্ষ্যবস্তুতে আ’ঘাত আনে তুরস্কের জ’ঙ্গী বিমান।
সোমবার (১৫ জুন) দেশটির প্র’তিরক্ষা মন্ত্রণালয় এ হা’মলার কথা জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আ’লজাজিরা জানিয়েছে, অ’পারেশন ক্ল-ঈগ’ল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দে’হভাজন কয়েকটি অবস্থানে এসব হা’মলা চালানো হয়।
তুরস্কের দি’য়ারবাকির ও মা’লাত্যা শহরের কয়েকটি ঘাঁ’টি থেকে জ’ঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হা’মলা চালায়।
তুর্কি প্র’তিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সী’মান্তের কাছে কা’ন্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বো’মাবর্ষ’ণ করে।
তুরস্কের প্র’তিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অ’পারেশন ‘ক্ল-ঈ’গল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান স’ন্ত্রাসীদের গু’হাগুলো ধ্বং’স করে দিয়েছে।