আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়।
ইরাক সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তুঙ্গে তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে।
দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে। গতরাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর দুটি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণে কী ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
সকালে বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট দিয়ে হামলা হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস-আদালত রয়েছে।