পারস্য উপসাগরে বৃহস্পতিবার থেকে ইরানের নৌ মহড়া শুরু হয়েছে। মহড়ার সময় গতকাল হঠাৎ করেই আকাশে অনুপ্রবেশ করে একটি মার্কিন বিমান P-8 poseidon এবং দুটি ড্রোন- একটি MQ-9 ও অপরটি RQ-4।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব শনাক্ত করা হয়। আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এসব মার্কিন বিমান ও ড্রোনকে সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠায় ইরান।
কিন্তু মার্কিনরা যখন কথা না শোনে, তখন ইরান তার নিজস্ব ড্রোন ‘কাররার’কে আকাশে ওড়ায়। এ পর্যায়ে এই ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন বিমান ও ড্রোনগুলো ইরানের আকাশসীমা ত্যাগ করে।