যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা তেল নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ভেনিজুয়েলার সরকারি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে ওই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনায় ইরানের অভিজ্ঞতাও কাজে লাগানোর চেষ্টা করছে তার সরকার।
মাদুরো এর আগেও ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভেনিজুয়েলা একা নয় বরং তার এমন কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যারা কঠিন সময়ে কারাকাসের পাশে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন ভেনিজুয়েলায় সম্প্রতি পাঁচটি ট্যাংকারে করে প্রায় ১৫ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে।
ইরানি তেল যাওয়ার আগে ভেনিজুয়েলায় জ্বালানীর মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল।
মার্কিন সরকার ইরানি তেল ট্যাংকারকে সমুদ্রে আটকে দেবে বা ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়ার পরও তেহরান ওই পাঁচ তেল ট্যাংকার ভেনিজুয়েলায় পাঠয়েছিল।