প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের আড়াই কোটি মানুষ আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
ইরানের আড়াই কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে আরও সাড়ে তিন কোটি মানুষ কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
এসব তথ্য ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে বলে ভাষণে জানান হাসান রুহানি। ওই পরিসংখ্যানটি ইরানের সরকারিভাবে ঘোষিত করোনায় আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক বেশি।
ইরানের মোট জনসংখ্যার পরিমাণ ৮ কোটির বেশি। মধ্যপ্রাচ্যে করোনা মহামারিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইরানের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৪৪০ জন।
এমন বিস্তর পার্থক্যের কারণ না জানিয়ে রুহানি তার ভাষণে বলেন, আমাদের অনুমান হল এখন পর্যন্ত আড়াই কোটি ইরানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৪ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আশঙ্কা রয়েছে আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ ঝুঁকিতে রয়েছেন। মোট ২ লাখের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৯১ জন মানুষের।