পরমাণু চুক্তি বিষয়ক শর্তগুলো না পালন করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেবে না যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে পরমাণু চুক্তিটি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এর আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যাবেন তিনি।
যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের ব্যাপারে কঠোর হয়ে যান বাইডেন।
জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তার প্রশাসন বলে আসছে, তেহরান সম্পূর্ণভাবে শর্ত মানার আগ পর্যন্ত মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের ওপর আরোপিত যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, শুধু সে ক্ষেত্রেই ইরান চুক্তিতে ফিরবে।