সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) শনাক্তকৃত ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে ঢুকেছিলেন।
টুইটার বার্তায় বলা হয়, ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন।
ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে রয়েছেন এবং তিনি চিকিৎসাধীন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
করোনাভাইরাসে চীনের পর ইরানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক। উপসাগরীয় দেশগুলোর কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া রোগীরাও সম্প্রতি ইরান সফর করেন বলে জানানো হয়।