কোনো ধরনের দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই আবারও অভিযোগ করেছে, ইরান, রাশিয়া ও চীন আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জন র্যাটক্লিফ স্থানীয় সময় রবিবার এক বক্তব্যে অভিযোগ করেন, ইরান, রাশিয়া ও চীন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়।
একাধিক মার্কিন কর্মকর্তা এর আগেও রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন করেছেন। তবে ওই তিন দেশ কঠোর ভাষায় আমেরিকার এ অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অভিযোগ উত্থাপন করে জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আসন্ন এ নির্বাচনে ট্রাম্প পরাজিত হবেন।