লেবাননের দক্ষিণ সীমান্তে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির করার দায়ে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বৈরুত।
বুধবার প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়েছে লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ।
ইহুদিবাদী ইসরাইল লেবাননের দক্ষিণ সীমান্তে অন্তত ৩০টি ফসফরাস বোমা বর্ষণ করেন। সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কা থেকে সীমান্তে গোলা বর্ষণ করা হয়।
লেবাননের সেনাবাহিনী কিংবা হিজবুল্লাহ আন্দোলনের কেউই এ ধরনের কোনো তৎপরতার কথা জানায় নি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে হুমকি দিয়ে বলেছিলেন, আমাদের বিরুদ্ধে কোনো রকমের হামলা হলে শক্তি দিয়ে তার প্রতিক্রিয়া দেখাব। আমি হিজবুল্লাহকে পরামর্শ দেব যে, তারা যেন আমাদের শক্তি পরীক্ষা না করে।