পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গোপন মিশনে থাকা বিশেষ ইসরায়েলি বাহিনী আরো তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার ভোরে তিন ফিলিস্তিনি নিহতের খবর উভয় পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, তিনজনকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। তাদের মধ্যে দুজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সামরিক গোয়েন্দা কর্মকর্তা। সামরিক গোয়েন্দা কর্মকর্তারা হলেন আধম ইয়াসের আল্লাভি (২৩) এবং তায়সির ইসা (৩২)। আরেকজন হলেন জামিল আল আমুরী।
ইসরায়েলি বাহিনীর অভিযানে আরেকজন আহতও হয়েছেন। তার নাম হলো মুহাম্মদ আল-বাজুর (২৩)। তাকে ইসরায়েলের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা বিভাগ বলেছেন, নিহত একজন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালিয়েছিল বলে সন্দেহ করা হয়। অন্য দুজন ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য, যারা প্রাথমিক গুলি বিনিময়ের ঘটনার সাক্ষী ছিল।