উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মুখিয়ে আছে বলে জানিয়ে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জেরাড কুশনার। তবে এমনটা কবে ঘটবে তা জানাননি তিনি।
কুশনার বলেন, বহু দেশ আমিরাত-ইসরায়েলের চুক্তির দিকে গভীরভাবে নজর রাখছে। এটা কীভাবে মানুষজন নেয়, তা দেখছে তারা।
তরুণরা এই সম্পর্কের বিষয়ে খুবই উত্তেজিত। কিন্তু বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছু সদস্য এখনও নস্টালজিয়ায় ভুগছেন এবং কোনও ঝুঁকি নিতে চান না।
বাস্তবতা হচ্ছে এদের মধ্যে অধিকাংশ দেশই তাদের অর্থনীতি এগিয়ে নিতে চায়। তারা বুঝতে পেরেছে নিজেদের এটা বঞ্চিত করলে তারা ইরানের খেলায় তারা জড়িয়ে যাবে, যেখানে তাদের ইচ্ছা একটি ভঙ্গুর এবং গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্য।